অজিদের বিপক্ষে কোহলিকে ছাড়াই ভারতের দাপট

রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ | 212 বার

অজিদের বিপক্ষে কোহলিকে ছাড়াই  ভারতের দাপট
শতকের পর অজিঙ্কা রাহানের উল্লাস।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারী ভারত। ভারতের হাতে এখনো আছে ৫ উইকেট। অধিনায়ক অজিঙ্কা রাহানে অপরাজিত আছেন ১০৪ রানে।

১ উইকেটে ৩৬ রানে দ্বিতীয় দিন শুরু করা ভারত দিন শেষ করেছে ৫ উইকেটে ২৭৭ রানে। ৬৫ রানে ৩ উইকেট হারালেও দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে টেনে তুলেন কোহলির অবর্তমানে অধিনায়কত্ব করা রাহানে। অধিনায়ককে ভালোই সঙ্গ দিয়েছেন হানুমা বিহারি, ঋষভ পান্থ, জাদেজারা।

ষষ্ঠ উইকেটে রবিন্দ্র জাদেজার সঙ্গে অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন রাহানে। জাদেজা অপরাজিত আছেন ৪০ রানে।

অভিষিক্ত শুভমান গিল ৪৫, হানুমা বিহারি ২১ ও ঋষভ পান্থ ২৯ রান করেন। অজিদের পক্ষে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ২টি করে উইকেট লাভ করেছেন।

অ্যাডিলেডে প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

Development by: webnewsdesign.com