অভিনেত্রী মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের মা নাউজিয়া ইসলাম রাসা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর বছর।
মৃত্যুর বিষয়ে রাশা ইসলামের জামাতা অভিনেতা জাহিদ হাসান বলেন, মা অনেকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। আজ দুপুরে হঠাৎ তার শরীরটা বেশি খারাপ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার বাদ এশা গুলশান সোসাইটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
মৌয়ের মা রাশা ইসলাম ছিলেন বাংলাদেশের ‘স্টিল অ্যাড মডেলিংয়ের’ পথিকৃৎ এবং বাংলাদেশের প্রথম মডেল ও নৃত্যশিল্পী।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর বোন মিথিকে হারিয়েছেন মৌ। তিন বছরের মাথায় আজ হারালেন মাকে।
Development by: webnewsdesign.com