পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে দেশের অসহায় হতদরিদ্র মানুষের জন্য অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন করে কাজের নির্দেশনা দেন আমাদেরকে। আমরা তারই নির্দেশে কাজ করছি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী মুজিববর্ষ এবং মহান বিজয়ের ৫০ বছর পদার্পণ জাতির জন্য এটি বিশাল গৌরবের।
আজ শুক্রবার বিকেল তিনটায় পরিকল্পনামন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুংগিরগাঁও গ্রামে সরকারি খাস ভূমিতে নির্মাণাধীন ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্প কাজ পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, অসহায় গৃহহীন ও ভূমিদের উন্নয়ন প্রকল্পে আমরা কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করব না। যদি কেউ এসব কাজে অনিয়ম কিংবা দুর্নীতি করবেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, স্যানেটিশন ও রাস্তাঘাটসহ নানামুখী উন্নয়ন কাজ করে যাচ্ছে। সরকারের ধারবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয় নিতে শেখ হাসিনা সরকারের পাশে থাকার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্বজুড়ে করোনাভাইসের সংক্রমণে এক কঠিন পরিস্থিতি সিরাজ করছে। আমাদের সরকার অত্যন্ত দায়িত্বশীল পদক্ষেপে গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রাণপণ প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলাফেরা করতে হবে।।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ারহ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীগণ বিভিন্ন পর্য়ায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি উপজেলার কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন রানী সেতুর কাজ পরিদর্শন করেন। বিকেলে ৫টায় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়েজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর তিনি নবনির্মিত রানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন।
Development by: webnewsdesign.com