আরএফইডি’র সভাপতি সোমা, সম্পাদক জেবেল

শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১ | 187 বার

আরএফইডি’র সভাপতি সোমা, সম্পাদক জেবেল
আরএফইডি’র সভাপতি সোমা, সম্পাদক জেবেল

নির্বাচন কমিশন (ইসি) নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি)’র নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এতে চ্যানেল আইয়ের সোমা ইসলাম সভাপতি ও যুগান্তরের কাজী জেবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।

আজ শুক্রবার নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিক সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য তারা নির্বাচিত হন ।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি গাজী শাহনেওয়াজ (প্রতিদিনের সংবাদ) ও একরামুল হক সায়েম (এটিএন বাংলা) এবং যুগ্ম সম্পাদক মুকিমুল আহসান হিমেল (চ্যানেল টুয়েন্টিফোর) ও সিরাজুজ্জামান (জাগো নিউজ) ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. হুমায়ূন কবীর (খোলা কাগজ), অর্থ সম্পাদক মো. আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক সুলতানা জাহান মিতু (দীপ্ত টিভি), গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আসাদুর রহমান (আমাদের সময়) ।

এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন-নিয়াজ মোর্শেদ (মাছরাঙ্গা টিভি), গোলাম সামদানী (সারাবাংলা), আহমেদ ফয়েজ (নিউ এইজ) ও কাউসারা চৌধুরী কুমু (ডিবিসি নিউজ) ।

Development by: webnewsdesign.com