নির্বাচন কমিশন (ইসি) নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি)’র নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এতে চ্যানেল আইয়ের সোমা ইসলাম সভাপতি ও যুগান্তরের কাজী জেবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
আজ শুক্রবার নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিক সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য তারা নির্বাচিত হন ।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি গাজী শাহনেওয়াজ (প্রতিদিনের সংবাদ) ও একরামুল হক সায়েম (এটিএন বাংলা) এবং যুগ্ম সম্পাদক মুকিমুল আহসান হিমেল (চ্যানেল টুয়েন্টিফোর) ও সিরাজুজ্জামান (জাগো নিউজ) ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. হুমায়ূন কবীর (খোলা কাগজ), অর্থ সম্পাদক মো. আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক সুলতানা জাহান মিতু (দীপ্ত টিভি), গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আসাদুর রহমান (আমাদের সময়) ।
এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন-নিয়াজ মোর্শেদ (মাছরাঙ্গা টিভি), গোলাম সামদানী (সারাবাংলা), আহমেদ ফয়েজ (নিউ এইজ) ও কাউসারা চৌধুরী কুমু (ডিবিসি নিউজ) ।
Development by: webnewsdesign.com