ঋদ্ধধূলির প্রথম বছর পূর্তি উদযাপন । ঋদ্ধধূলির প্রথম বছর পূর্তি উপলক্ষ্যে দনিয়া স্টুডিও থিয়েটার হলে আয়োজন করা হয় আলোচনা, সন্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব আবু আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পথনাটক পরিষদের অনুষ্ঠান বিষয়ক সম্পাদক নিয়াজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দনিয়া সাংস্কৃতিক জোটের সহসভাপতি ইকবাল হাফিজ ।
উক্ত অনুষ্ঠানে ঋদ্ধজন সন্মাননা প্রদান কর হয় গণসংগীত শিল্পী আমিনুল হক চৌধুরি বখতিয়ারকে । ঋদ্ধদল সন্মাননা দেওয়া হয় লোক গানের দল উজান পরিবারকে ।
এবছর ঋদ্ধধূলির সেরা সদস্য সন্মাননা দেওয়া হয় ঋদ্ধধূলির সহ সভাপতি ৈসয়দ কামরুল হক টিপুকে ।
উক্ত অনুষ্ঠানে মৈত্রী, ভিন্নধারা, রামপ্রসাদ সুত্রধর, মোহাম্মদ মারুফ হোসেন, তারেক আলী মিলন ও ঋদ্ধধূলি সংগীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন ।
Development by: webnewsdesign.com