ব্রেকিং

x

এন.টি.আর.এস এর সভাপতি ময়নুল হক মনজু ও মহা-সচিব মঈন উদ্দিন আহমেদ নির্বাচিত

রবিবার, ২২ নভেম্বর ২০২০ | 233 বার

এন.টি.আর.এস এর সভাপতি ময়নুল হক মনজু ও মহা-সচিব মঈন উদ্দিন আহমেদ নির্বাচিত
এন.টি.আর.এস এর-সভাপতি ময়নুল হক মনজু ও মহা-সচিব মঈন উদ্দিন আহমেদ

ময়নুল হক মনজু-সভাপতি ও মঈন উদ্দিন আহমেদকে মহা-সচিব নির্বাচিত করা হয় । গত ২১/১১/২০২০ ইং তারিখ, শনিবার বিকেল ৪.০০ ঘটিকায় ১২, কে এম দাস লেন, টিকাটুলিস্থ বাংলাদেশ জাতীয় যক্ষা, ত্রাণ ও পূনর্বাসন সমিতি (এন.টি.আর.এস) এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় এ ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ জাতীয় যক্ষা, ত্রাণ ও পূনর্বাসন সমিতি (এন.টি.আর.এস) এর তিন বৎসর মেয়াদী কার্যকরী কমিটি-২০২০ইং হইতে ২০২৩ইং পর্যন্ত নির্বাচিত কমিটির ফলাফল ও পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
এন.টি.আর.এস এর পৃষ্ঠোপোষক হিসেবে মনোনীত হয় মহি উদ্দিন আহমেদ মহি ।

বাংলাদেশ জাতীয় যক্ষা, ত্রাণ ও পূনর্বাসন সমিতি (এন.টি.আর.এস) এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সংবিধানের ধারা মতে সংযোজিত/কে-অফটসদস‌্য সহ ৩৩ (তেত্রিশ) সদস‌্য বিশিষ্ট ৩ (তিন) বৎসর মেয়াদী পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ/২০২০ইং এর প্রার্থীদের নাম ও পদবী সহ ঘোষনা করা হয়।

৩৩ (তেত্রিশ) সদস‌্য বিশিষ্ট ৩ (তিন) বৎসর মেয়াদী পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ/২০২০ইং এর প্রার্থীদের নাম ও পদবী নিম্নে দেওয়া হল :

সভাপতি-ময়নুল হক মনজু,
সিনিয়র সহ-সভাপতি – কাজী মাসুদ আহমেদ,
সহ-সভাপতি-এইচ.এম রেজাউল করিম,
সহ-সভাপতি-আনোয়ার হোসেন খান,
সহ-সভাপতি-সৈয়দ আতিকুর রহমান,
সহ-সভাপতি-জালাল আহমেদ,
মহা-সচিব-মঈন উদ্দিন আহমেদ,
যুগ্ন-মহাসচিব-মশিউর রহমান মজনু,
যুগ্ন-মহাসচিব-কর্নেল(অবঃ)মোঃ মোয়াজ্জেম হোসেন,
কোষাধ‌্যক্ষ-মোঃ সেলিম রেজা,
সাংগঠনিক সচিব-কর্নেল(অবঃ)সাবরী মহিবুসসালাম,
দপ্তর সচিব-মোঃ শহিদুল ইসলাম,
সমাজকল‌্যাণ সচিব-এডভোকেট মোঃ ফজলুল হক,
প্রচার সচিব-এডভোকেট কামাল হোসেন,
আইন বিষয়ক সচিব-এডভোকেট মোঃ আব্দুল মোতালিব,
মহিলা বিষয়ক সচিব-পারভীন আক্তার পারুল,
কার্যকরী সদস‌্য-মোঃ এমদাদ আলী,
কার্যকরী সদস‌্য-এ এস মঞ্জুর আলী,
কার্যকরী সদস‌্য-এডভোকেট তাসলিমা আক্তার,
কার্যকরী সদস‌্য-মোঃ মহিউদ্দিন,
কার্যকরী সদস‌্য-মোহাম্মদ শাহাদাৎ হোসেন,
কার্যকরী সদস‌্য-এ,কে,এম সাইফুল ইসলাম,
কার্যকরী সদস‌্য-জামিলুর রহিম,
কার্যকরী সদস‌্য-মুহাম্মদ আমির হোসেন,
কার্যকরী সদস‌্য-তৌহিদুল ইসলাম,
কার্যকরী সদস‌্য-মোঃ রফিকুল আলম,
কার্যকরী সদস‌্য-মোঃ হাসেম মোল্লা,
কার্যকরী সদস‌্য-কাজী আহম্মেদ হোসেন,
কার্যকরী সদস‌্য-জাকির হোসেন সাগর,
কার্যকরী সদস‌্য-মেহেদি হাসান রুবেল,
কার্যকরী সদস‌্য-মোঃ সমশের আলী,
কার্যকরী সদস‌্য-মোঃ সাখায়েত হোসেন,
কার্যকরী সদস‌্য-মোহাম্মদ মোস্তাকুর রহমান ।

Development by: webnewsdesign.com