কথার জাদুতে হৃদয় হয় না এখন অর্ধোন্মাদ প্রজাপতি

শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০ | 240 বার

কথার জাদুতে হৃদয় হয় না এখন অর্ধোন্মাদ প্রজাপতি
শামীয়ারা পারভীন দীপ

আজকাল আর কোনো কথা হয় না,
হয় না কোনো গল্প,
চোখে-চোখে মুখে-মুখে
সরবে-নিরবে গোচরে বা অগোচরে।

কথার জাদুতে হৃদয় হয় না এখন অর্ধোন্মাদ প্রজাপতি।

dhakarkagoj.com

গোলগোল,চৌকো,সমান্তরাল,রসালো কোন গল্পই এখন আর টুপটুপ করে বৃষ্টির মত ঝরে না।

কথার প্রস্রবণে যায় না ভেসে বিনিদ্র রজনী,
কোন কথা  আর অলৌকিক ফুল হয়ে ফুটে থাকে না হাজার রাত্রি।

ইতিহাস আর খুলে দেয় না গল্পের গিঁট;
কোন নারী আয়নায় প্রথম দেখেছিল তার রূপ!
কোন পুরুষ  মস্তিষ্কে প্রথম পুঁতেছিল কামনার বীজ!

কেন এই পৃথিবী সভ্য হতে হতে অসভ্য হয়ে উঠলো!
সব গল্প, সব কথা এখন দীর্ঘ নিঃশ্বাস হয়ে থেমে আছে।

জীবনের পৃষ্ঠাগুলি গল্পহীন নিঃসঙ্গ কবর,
বেদনার ঝড়ো হাওয়া এই বার্তা প্রতিদিন পাঠায়;
প্রতিদিন শোকার্ত হই,প্রতিদিন ফুল দেই-অবিশ্বাস্যভাবে হারিয়ে যাওয়া গল্পের এপিটাফে।

 

লেখক : শামীয়ারা পারভীন দীপ।

Development by: webnewsdesign.com