করোনায় প্রাণ হারালেন সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | 135 বার

করোনায় প্রাণ হারালেন সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী
করোনায় প্রাণ হারালেন সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী

করোনাভাইরাস সংক্রমণে প্রাণ হারালেন সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী। করোনা উপসর্গ দেখা দেবার পর তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ এ তথ্য নিশ্চি ত করেছেন।

হুমায়ুন সাদেক চৌধুরী সাব এডিটর্স কাউন্সিলের দুবার নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি ঢাকার দৈনিক আমার দেশ ও অর্থনীতি প্রতিদিন এর বার্তা সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক অতিরিক্ত বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দৈনিক দিনকাল, পাক্ষিক পালাবদলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন।

ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমীন রুকন এক বিবৃতিতে হুমায়ুন সাদেক চৌধূরীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিবৃতে তারা বলেন, হুমায়ুন ছিলেন একজন সরলপ্রাণ মানুষ। সাদামাটা জীবনের আপাদমস্তক সংবাদকর্মী। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Development by: webnewsdesign.com