ঢাকা নবাবগঞ্জ বেরিবাঁধ, কাশিয়াখালি, সুইজগেট বণ্যার পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়েছে। শত শত বাড়ী পানিতে তলিয়েছে । বানভাসী এলাকার মানুষগুলো দিশেহারা হয়ে পড়েছেন। চারদিকে পানি আর পানি ।
বাড়ি ঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ারও কোনো সুযোগ নেই। বাড়ির চারো দিকের উঠোনে যখন পানি তখন বাড়িতে মাচা, টং, চালের উপর থাকা ছাড়া আর কোনো রাস্তাও নেই।
কর্মজীবি মানুষ গুলো একেবারেই অসহায় হয়ে পড়েছেন। বিশুদ্ধ পানি, শুকনো খাবার সংকটে পড়েছেন ঐ এলাকার সবমানুষ গুলো। পানির টিউবওয়েলগুলো পানির নিচে তলিয়ে গেছে।
সেই সময়ই উপজেলা চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু তাৎক্ষণিত তরিৎ গতিতে সিদ্ধান্ত নিয়ে, প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ এর এমপি সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) এমপির পক্ষে ও এমপির নির্দেশনায় সেই সময় বন্যাদুর্গত বানভাসী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, বন্যাদুর্গত এলাকা ও সুইচগেট, কাশিয়াখালী পরিদর্শন করে ওই এলাকার মানুষের কথা বিবেচনা করে এবং ক্ষতিগ্রস্ত বন্যার্তদের জন্য ট্রলার যোগে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাবির হোসেন খান পাভেল, উপজেলা নির্বাহী অফিসার এইচএম সালাউদ্দীন মনজু কে সাথে নিয়ে কাশিয়াখালি, বেরিবাঁধ, সুইচগেট এলাকার পানি বন্দীদের খোঁজ খবর নেন এবং তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
নাসির উদ্দিন ঝিলু বন্যার্তদের কে আশ্বস্ত করেন এই বিপদের সময় আপনারা ধৈর্যশীল হোন। আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ।
মহামারী করোনা সংক্রমণে আমরা যেমন নবাবগঞ্জের প্রত্যঞ্চলের ঘরে ঘরে সালমান ভাইয়ের ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি, তদ্রুপ এই প্রাকৃতিক দুর্যোগে ও আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ ।
যেকোনো সমস্যায় আমাদেরকে সরাসরি জানাবেন আমরা আপনাদের কে সার্বিক সহযোগিতা করব।
এছাড়া যতদিন পর্যন্ত বর্ণ্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।
ত্রাণ কার্যক্রম বিতরণের সময় নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ কাশিয়াখালি বেড়িবাঁধ এলাকার স্থানীয় নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com