কিশোরগঞ্জে ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমানের মৃত্যুরহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। আজ শনিবার বেলা ১১টায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের এ্যালামনাই এসোসিয়েশন বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন থেকে বক্তারা আতিকের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ঘটনাস্থলের আলামত ও আতিকের লাশের অবস্থা বিবেচনায় এটি নিছক সড়ক দুর্ঘটনা হতে পারেনা । তারা অবিলম্বে তার মৃত্যুরহস্য উদঘাটনের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. মোশারফ হোসেন খোকন, দিদারুল আরেফিন, কামরুল ইসলাম উজ্জ্বল, আমিনুল ইসলাম হামিম, জুনায়েদ আলম খান, ইফতেখার আলম পারভেজ, মাসুদ রানা, রফিকুল ইসলাম সুজন, তৌফিকুজ্জামান খান প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর কিশোরগঞ্জ-চামটা সড়কের করিমগঞ্জ উপজেলার মন সন্তোষ এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার কোমড়ের বেল্ট খোলা, মাথার পিছন ও চোখের নিচে আঘাতের চিহ্ন ছিল।
Development by: webnewsdesign.com