এবারের ঈদ উল আজহা উদযাপন ছিল প্রতিবারের চেয়ে একটু ভিন্ন আমেজে। করোনা ভাইরাসের কারনে সকলের মাঝেই ছিল বিশেষ সচেতনতা ।
গাজীপুরে ঈদেরদিন শিশু যুবক ও বৃদ্ধ সহ প্রায় ১০০০ মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরন করেন গাজীপুরের কৃতি সন্তান, এলাকার সকলের আস্থার নাম ও গাজীপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা এরশাদ।
মাসুদ রানা এরশাদ বলেন ধর্ম যার যার আনন্দ সবার। এই করোনা মহামারিতে সারা বিশ্বেই আজ আনন্দ উৎসব স্থবির হয়ে পরেছে । মুসলমানদের জন্য বড় দুটি উৎসব হচ্ছে দুই ঈদ। আমি আমার সামর্থমত চেষ্টা করেছি সবার পাশে থাকতে।
তিনি আরো বলেন করোনার সময় সবার পাশে ছিলাম, আমি দেখেছি মানুষ কতটা কষ্টে এই মহামারির সময় পার করেছে। আমি সব সময় এই গাজীপুরবাসীর সাথেই আছি এবং থাকতে চাই । সবাইকে ঈদের শুভেচ্ছা।
Development by: webnewsdesign.com