গত ৩ সেপ্টেম্বর’২২ তারিখে লালন সাঁইজির মাজারে চলনবিলে নৌকাডুবিতে নিহতদের স্মরণে সাধুসঙ্গদের মাঝে পিসিডিসি’র পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়।
সাধুসঙ্গদের সঙ্গে খাবার খান ঈশ্বরদী সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, কুষ্টিয়া বিআরটিএর সহপরিচালক আতিকুল আলম, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, কুষ্টিয়া উমেদ পত্রিকার সম্পাদক আমির খান, লালন গবেষক তারিফ হাসান, সুজানগর উপজেলা হিসাব রক্ষণ অফিসার কবি ইদ্রিস আলী মধু, লালন একাডেমির সদস্য এড. শহিদুল ইসলাম , ঈশ্বরদী স্বেচ্ছাসেবকলীগ কর্মী নিষাত জামান অমি, শাহিদ হাসান বাপ্পি, বোদ্ধা পাঠক মাইনুল ইসলাম, সাজ্জাত হুসাইন সুজাত, বুলবুল আহমেদ বকুল, সমাজ সেবিকা জোনাকি ও সানজিদা পারভীন সম্পা সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিগণ।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ আগস্ট চলনবিলে এক নৌকাডুবিতে ৫ জন নিহত হয়। তারা হলেন ঈশ্বরদীর সংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখ স্বপন বিশ্বাস, তার কন্যা সৌদা মনি, কৃষি গবেষণার কর্মকতা বিল্লাল গনি, তার স্ত্রী মমতাজ পারভীন শিউলি ও পিসিডিসির পরিচালক ও কলাম লেখক মোশাররফ হোসেন মুসার স্ত্রী শাহনাজ পারভীন পারু। তাদের স্মরণে প্রতিবছর ৩১ আগস্ট বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়। এবারও এতিমদের মাঝে খাবার বিতরণ সহ শোকসভা করা হয়। তারই অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর’২২ তারিখে শতাধিক সাধুসঙ্গদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ বিষয়ে মোশাররফ হোসেন মুসা বলেন-যেসকল লালন ভক্ত সকল সময় লালনের মাজারে অবস্থান করেন তারাই লালনের প্রাণ। তারা আছে বলেই ভদ্রলোকেরা সেখানে যান। সেজন্য তাদের সম্মানিত করার উদ্দেশ্যেই এই খাবারের আয়োজন করা হয়।
Development by: webnewsdesign.com