ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গাস্থ এসএসসি ব্যাচ’৯৬ পরিচালিত ” ক্লাব ৯৬” এর পক্ষ থেকে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার প্রয়াসে সমাজের সুবিধাবঞ্চিত ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এক্ষেত্রে একটি পরিবারের ঈদ উপলক্ষে যা যা প্রয়োজন তার প্রায় অধিকাংশই উপহার হিসেবে প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা স্টেশন রোডস্থ ক্লাব ৯৬ কার্যালয়ে আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে চুয়াডাঙ্গার প্রায় তিন শতাধিক নারী -পুরুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি করে তেল,চিনি, লবন, পেয়াজ, পোলাও এর চাল,সেমাই, ২ কেজি আলু ও ১ টি করে জ্যান্ত মুরগী।
Development by: webnewsdesign.com