প্রয়োজন হলে ডাকা হবে ডিবি কার্যালয়ে !

জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে চয়নিকাকে

শুক্রবার, ০৬ আগস্ট ২০২১ | 119 বার

জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে চয়নিকাকে
পরিচালক চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ-ছবি : সংগ্রহ

নানা অভিযোগের ভিত্তিতে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পর পরিচালক চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেয়ার পর বাসায় ফেরার পথে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করা হয়।

dhakarkagoj.com

আটকের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়া হয় তাকে।

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে নানা অভিযোগ আসে পরিচালক চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে । তারই ভিত্তিতে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। প্রয়োজন হলে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হবে ।

Development by: webnewsdesign.com