জুম্মার নামাজ শেষে ফিলিস্তিন ইস্যুতে বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ

শুক্রবার, ২১ মে ২০২১ | 108 বার

জুম্মার নামাজ শেষে ফিলিস্তিন ইস্যুতে বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ
জুম্মার নামাজ শেষে ফিলিস্তিন ইস্যুতে বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বাইরে বিক্ষোভ করেছেন মুসল্লিরা।

আজ শুক্রবার (২১ মে) জুমার নামাজ শেষে খেলাফত মজলিসের দুই শতাধিক নেতা-কর্মী মসজিদের উত্তর গেট থেকে শুরু করে মিছিলটি পল্টনের নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইহুদিবাদ নিপাত যাক’ স্লোগানে স্লোগানে পল্টন এলাকা প্রকম্পিত হয়।

বিক্ষোভ সমাবেশে গাজায় হামলা নিয়ে বিশ্ব নেতৃত্বের নীরবতার নিন্দা জানানো হয় । জাতিসংঘ, ওআইসি আরব লীগ ও মানবাধিকার সংস্থাগুলোর নীরবতাকে ‘বোবা শয়তান’ বলেছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবদুস সাত্তার।

এর আগে মসজিদের সিঁড়িতে বিক্ষোভ করেন আরো দুটি সংগঠনের কর্মী-সমর্থকরা। বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও ইউনাইটেড মুসলিম উম্মাহর ব্যানারে বিক্ষোভ হয়।

Development by: webnewsdesign.com