টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুস্তাফিজ

মঙ্গলবার, ০৯ মে ২০২৩ | 12 বার

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুস্তাফিজ

ঘরের মাঠের ওয়ানডে সিরিজে বেশ দাপট দেখিয়েই আয়ার‌ল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এবার অ্যাওয়ে সিরিজেও তাদের হারানোর লক্ষ্য টাইগারদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশরা। ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচটি শুরু হচ্ছে বিকেল সাড়ে ৩টায়।

চেমসফোর্ডের এই মাঠে দীর্ঘ ২৪ বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ শুরু হচ্ছে। সর্বশেষ ১৯৯৯ সালের মে মাসে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশে জায়গা হয়নি আইপিএল ছেড়ে দলের সঙ্গে যোগ দেওয়া মুস্তাফিজুর রহমানের। তবে ফিজ বাদ পড়লেও দলে রয়েছেন তিন পেসার। এছাড়া বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বিও। অনেকদিন পর সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ও প্রস্তুতির যথাযথ সময় পেতে সিরিজ শুরুর এক সপ্তাহ আগেই ইংল্যান্ডে চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টি বাধায় প্রস্তুতির খুব একটা সুযোগ মেলেনি। বৃষ্টি বাধায় ভেস্তে গেছে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচও।

এদিকে, আইসিসি ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ এটাই। আগেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হওয়ায় এই সিরিজ থেকে খুব বেশি কিছু পাওয়ার নেই বাংলাদেশের। তবে স্বাগতিক আয়ারল্যান্ডের জন্য সিরিজটি মহা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ :

অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

Development by: webnewsdesign.com