টানা ১০ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট থাকবে

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২ | 72 বার

টানা ১০ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট থাকবে
টানা ১০ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট থাকবে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কারিগরি কারণে টানা ১০দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে জানা গেছে। মূলত তিতাস গ্যাস অর্ন্তভুক্ত এলাকায় আজ বুধবার থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত এই সংকট থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও বুধবার তার ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘কারিগরি কারণে ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তিতাস গ্যাস অর্ন্তগত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’

dhakarkagoj.com

Development by: webnewsdesign.com