সাধারণ নাগরিকদের হেনস্তা এবং মারধর করার অপরাধে টিকটকে জনপ্রিয় বাংলাদেশি মুখ ‘টিকটক অপু’ ওরফে ‘অপু ভাইকে’ গ্রেফতার করেছে উত্তরা মডেল থানা পুলিশ।
রোববার উত্তরায় রাস্তা আটকিয়ে টিকটক করছিলেন অপু ও তার বাহিনী। এসময় পথচারীদের মধ্যে একজন তাদের সরে যেতে বললে অপুর সঙ্গে থাকা যুবকরা ওই ব্যক্তির গায়ে হাত তুলে। পথচারীকে হত্যা চেষ্টার অভিযোগে ‘টিকটক তারকা’অপু ভাই কে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার সন্ধ্যার পর তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ওসি তদন্ত আদিল হোসেন।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানানো হয়েছে, সড়কে একজনকে মারধরের ঘটনায় অপুর বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ার ‘টিকটক তারকা’লাইকিতে রঙিন চুলে ছোট ভিডিও করে বেশ পরিচিতি লাভ করেন ‘অপু ভাই’। সোশ্যাল মিডিয়ার টিকটকের এই মাধ্যমে তাকে অনুসরণ করেন প্রায় ১০ লাখ অনুসারী।
উত্তরা পূর্ব থানার ওসি তদন্ত আদিল হোসেন বলেন, আজ সোমবার হত্যা চেষ্টার মামলা হলে অপুকে উত্তরা থেকেই আটক করা হয়।
উত্তরা পূর্ব থানার ওসি তদন্ত আরও বলেন, বর্তমানে থানা হেফাজতেই আছেন তিনি। তবে মামলাকারীর নাম বলতে পারেননি তিনি।
এদিকে পুলিশ যখন অপুকে আটক করছিল বেশ কয়েকজন অপুকে মারতে থাকে। এমন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছেন। একজন কাঁচি দিয়ে অপুর চুল কাটার চেষ্টাও করে ছিলেন।
সম্প্রতি মামুন নামের আরেক ‘টিকটক তারকা’ লাইকি তারকার সঙ্গে মারপিটে জড়ান অপু ভাই । সেসব ভিডিও ভাইরাল হয়েছে।
Development by: webnewsdesign.com