টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারগণের শ্রদ্ধা

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ | 6 বার

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারগণের শ্রদ্ধা

তথ্য কমিশন বাংলাদেশ এর  প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক,  তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

জাতির পিতার সমাধিসৌধে প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য
কমিশনার মাসুদা ভাট্টি-এর শ্রদ্ধা নিবেদন।

আজ ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার মহান স্থপতির প্রতি
গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারগণ।

পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাঁরা সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

Development by: webnewsdesign.com