ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি,সভাপতি-আবু সালেহ আকন,সম্পাদক মানিক লাল ঘোষ

শুক্রবার, ১৯ মে ২০২৩ | 13 বার

ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি,সভাপতি-আবু সালেহ আকন,সম্পাদক মানিক লাল ঘোষ
সভাপতি-আবু সালেহ আকন,সম্পাদক মানিক লাল ঘোষ

ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভা ১৯ মে (শুক্রবার) বিকালে জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ২০২৩-২৪ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে আবু সালেহ আকন (নয়া দিগন্ত) সভাপতি এবং মানিক লাল ঘোষ (সকালের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯ সদস্যের কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি জাকির হোসেন ইমন (আজকের দর্পণ) ও মো. হুমায়ুন কবির; যুগ্ম সম্পাদক আসলাম হোসেন (খবরপত্র) ও শামিম হাওলাদার (নয়া দিগন্ত); সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম (আমাদের কণ্ঠ); কোষাধ্যক্ষ রমজান আলী (সংবাদ); দফতর সম্পাদক ইউসুফ আলী বাচ্চু (সকালের সময়); প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ সাদি (বাংলা ট্রিবিউন); ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান মাহমুদ রিপন (নয়া শতাব্দী); আইন বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন (বাংলাদেশ কন্ঠ)। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন রেজাউল করিম বাবুল (বাংলা সময়)); মো. মনির হোসেন (যুগান্তর); মিজানুর রহমান মিজান (প্রতিদিনের সংবাদ); শাহিন করিম (মানব কণ্ঠ); নাসির উদ্দিন সোয়েব; জাহিদ হোসেন (আমার বার্তা) এবং আসাদ আল মাহমুদ (রাইজিং বিডি)।

Development by: webnewsdesign.com