ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের সহধর্মিনী গুলশান আরা সেলিম মারা গেছেন

রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | 214 বার

ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের সহধর্মিনী গুলশান আরা সেলিম মারা গেছেন
হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম

ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সহধর্মিনী গুলশান আরা সেলিম মারা গেছেন । রোববার (২৯ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

গুলশান আরা সেলিম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। এর আগে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন।

dhakarkagoj.com

হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল জানান, রবিবার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি স্বামী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার তাকে দাফন করা হবে।

Development by: webnewsdesign.com