ভিডিওটি মাত্র ১৫ সেকেন্ডের। আর তাতেই কিনা ঘুম হারাম ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সক্রিয় ঢাকাই চলচ্চিত্রের ইনোসেন্ট নায়িকা পূর্ণিমা। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও রয়েছে তার সরব উপস্থিতি।
সম্প্রতি ১৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড দেন নায়িকা। ওই ভিডিওতে একটি হিন্দি গানের সঙ্গে ঠোঁট মেলান তিনি। আর তাতেই ভিডিওটি ইনস্টাগ্রামে ভক্তদের মধ্যে ঝড় তুলেছে।
পূর্ণিমার ওই ভিডিও নিয়ে ভক্তরা যেমন পুলকিত হয়েছেন, অনেকেই আবার মন্তব্য করে বলেছেন, পূর্ণিমার মতো একজন হার্টথ্রম অভিনেত্রীর টিকটক প্লাটফর্মে আসা উচিত নয়। তবে এ মন্তব্যের কোনও যুক্তি দেখাননি ভক্তরা।
মাত্র ১৫ বছর বয়য়ে ১৯৯৭ সালে নবম শ্রেণিতে পড়ার সময় পূর্ণিমা অভিনীত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি মুক্তি পেলে রাতারাতি সবার নজর কাড়েন নায়িকা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে চলচিত্রের পাশাপাশি ছোট পর্দায়ও অনেক কাজ করেছেন তিনি।
Development by: webnewsdesign.com