ফরিদপুরে করোনায় প্রাণ গেলো আরও ২ জনের

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ | 128 বার

ফরিদপুরে করোনায় প্রাণ গেলো আরও ২ জনের

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯৪ জন। শনাক্তের হার ৩৫ দশমিক ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তারা মারা যান। এই নিয়ে জেলায় করোনায় ৫৪৭ জনের মৃত্যু হল।

dhakarkagoj.com

ফরিদপুর জেলা সিভিল সার্জন সিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় পিসিআর ল্যাব ও উপজেলা পর্যায়ের র‌্যাপিড অ্যান্টিজেন টেষ্ট হয়েছে ২৬৭ জনের। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ৯৪ জন।

এ নিয়ে জেলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৩৫৯ জনে দাঁড়াল। আর সুস্থ হয়েছে ২৩ হাজার আটজন।

Development by: webnewsdesign.com