নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ
আইভীর উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে বন্দরের ২৬নং ওয়ার্ডের ধামগড়ের রামনগরে ৬টি গুরুত্বপূর্ণ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে।
সোমবার(১৪ডিসেম্বর) সকাল ১১টায় কাংখিত এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন স্থানীয় ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ সামসুদ্দোহা ও ২৫,২৬ ও ২৭ নং
ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান, নির্মাণ কাজের ঠিকাদার গোলাম সারোয়ার বাদল, স্থানীয় সমাজ সেবক হাজী মোঃ আবদুর রশীদ, মোঃ মুসলিম মিয়া, হাজী মোঃ আবুল কাশেম, শাহজাহান সাজু, মনির হোসেন, কাউন্সিলর সচিব মহসিন আহম্মেদ স্বপন প্রমুখ । ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আসিফ এন্ড হাসিব জেবি এন্টারপ্রাইজের অধীণে ৪ ফিট ড্রেন ও ১২ ফিট আরসিসি ঢালাই রাস্তা নির্মাণে ব্যায় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা ।
রাস্তাগুলো হচ্ছে রামনগর খাল হতে কাশেম মিয়ার বাড়ি
পর্যন্ত,রেনুর বাড়ি হতে বাগপাড়া মসজিদ পর্যন্ত,রামনগর প্রধাণ সড়ক হতে আফজাল মিয়ার বাড়ি পর্যন্ত,রমু মিয়ার বাড়ি হতে রামনগর স্কুল পর্যন্ত,হোসেন
মিয়ার বাড়ি থেকে জাকির মিয়ার বাড়ি পর্যন্ত,বনগন নূর ইসলাম মিয়ার বাড়ি হতে বাতেন মিয়ার বাড়ি পর্যন্ত।
Development by: webnewsdesign.com