ব্রেকিং

x

বাজারে আহমেদ “SOYA SAUCE” নামে নকল পন‌্য

সোমবার, ১৯ জুলাই ২০২১ | 226 বার

বাজারে আহমেদ “SOYA SAUCE” নামে নকল পন‌্য
বাজারে আহমেদ “SOYA SAUCE” নামে নকল পন‌্য

আহমেদ ফুড লিঃ বাংলাদেশের একটি অন্যতম প্রতিষ্ঠান। আহমেদ ফুড দীর্ঘ্য ৪০ বছর যাবৎ বিভিন্ন পন্য সুনামের সহিত বাজারজাত করে আসছে। যেমন- জ্যাম জেলী, টমেটো সস সহ প্রায় ২৪০ ধরনের পন্য বাজারজাত করণ ও উৎপাদন করে আসছে এবং কিছু পন্য একমাত্র আহমেদ ফুডই প্রথম বাজারে নিয়ে আসে। একটি বাজার সমীক্ষায় দেখা যায় কতিপয় অসাধু ব্যাবসয়ী আহমেদ ফুড এর “SOYA SAUCE” এর অনুরুপ “SOYA SAUCE” প্রস্তুত করে নকল ও নিম্ন মানের পন্য বাজারজাত করছে। যে নকল পন্য ক্রয় করে ভোক্তার আহমেদ “SOYA SAUCE” এর উপর আস্থা হাড়িয়ে ফেলছে। এ বিষয় জানার জন্য আহমেদ ফুড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মিনহাজ আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানায়, বিষয়টি তারা আরো আগে থেকেই জানে এবং এই অসাধু ব্যবসায়ীদের আমরা সাবধান এবং ভোক্তাদের সচেতন করার জন্য বিগত দিনে দেশের একাধিক শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকায় ও গনমাধ্যমে ডিজাইন ও ট্রেডমার্র্ক সম্পর্কিত আইনগত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জনাব মিনহাজ আহমেদ আরো অনুরোধ সম্মনিত ক্রেতা ও বিক্রেতাগনের প্রতি অনুরোধ রাখেন পরবর্তিতে আহমেদ “SOYA SAUCE” ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ট্রেডমার্ক দেখে সঠিক পন্য যাচাই করতে বলেছেন।

Development by: webnewsdesign.com