বাংলাদেশ মেডিক্যাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) নতুন কমিটি গঠন হয়েছে। আগামী ২০২২-২৪ দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংগঠনের কার্যালয়ে উপদেষ্টাদের উপস্থিতিতে এক সাধারণ সভায় ১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ইত্তেফাকের জাহাঙ্গির হোসেন বাবুকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় । সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কমের আবাদুজ্জামান শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক সারাবাংলা ডট নেটের সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক পদে প্রথম আলোর মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক পদে এটিএন নিউজের আজিম উদ্দিন চৌধুরী বুলবুল, দপ্তর সম্পাদক পদে সময় টেলিভিশনের হায়দার আলীকে নির্বাচিত করা হয় ।
এ ছাড়া ইনকিলাবের আজিজুল হাকিম, প্রথম আলোর ইকবাল হোসেন রতন ও লাঙ্গলবার্তা ডটকমের ইকবাল কবীরকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত করা হয় ।
সাধারণ সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সাবেক প্রেসিডেন্ট আবুল হোসেন ও সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ ।
Development by: webnewsdesign.com