জমকালো আয়োজনের মধ্য দিয়ে বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বি.এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত যোগেন চন্দ্র রায় স্মৃতি
ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ শুক্রবার (৪ডিসেম্বর) হতে শুরু হয়েছে । মূলতঃ প্রতিষ্ঠানের ১শ’২০ বছর পূর্তি উপলক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে প্রাক্তণ শিক্ষার্থীরা ।
শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলার প্রাক্কালে ২০১১
ব্যাচ এর র্যালিসহ নানামুখী আয়োজন টুর্ণামেন্টের শ্রীবৃদ্ধি করে তোলে । এ সময় ২০১১ ব্যাচের সতীর্থরা শৈশবের নানা নৈপূণ্য প্রদর্শণ এবং তরুন ও যুব সমাজকে মাদক থেকে নিরাপদে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
উদ্বোধণী খেলায় ২০১১ ব্যাচ প্রতিপক্ষ ২০০৪ ব্যাচকে ৪৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে । উল্লেখ্য ২০১১ ব্যাচ টিমের পক্ষে সতীর্থদের একজন হিসেবে মালয়েশিয়ার প্রবাসী শ্রমিকদের অধিকার নিয়ে ফেসবুক লাইভে কথা বলার দায়ে আটককৃত রেমিটেন্স বীর রায়হান কবিরও অংশ নেয়।
Development by: webnewsdesign.com