বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতা ও সংবিধান অবমাননাকারীদের গ্রেপ্তার এবং জামায়াত-হেফাজতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের বিভিন্ন সংগঠন।
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মৎস্য ভবন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের নাগরিকদের দেশব্যাপী মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী এই মানববন্ধন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে। সবাইকে করোনাকালীন বিধি-নিষেধ মেনে ও মাস্ক পরে কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ করা হয়েছে। মানববন্ধন কর্মসূচি একই সময়ে সারা দেশে পালন করা হবে। কর্মসূচির উদ্যোক্তা সংগঠনের মধ্যে রয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পেশাজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রজন্ম ‘৭১ ইত্যাদি।
Development by: webnewsdesign.com