বিডিএইড নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে মাস্ক বিতরণ

রবিবার, ১১ এপ্রিল ২০২১ | 189 বার

বিডিএইড নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে মাস্ক বিতরণ
বিডিএইড নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে মাস্ক বিতরণ

“মানবতাবোধে জাগ্রত হোক বিবেকের তাড়নায়” এমনই স্লোগান নিয়ে এগিয়ে চলেছে “বিডিএইড” । যে কোন দূর্যোগে মানুষের পাশে আমরা, এমন চিন্তা চেতনা থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের দ্বিতীয় ধাপেও এলাকার জনসাধারনের পাশে আছে এ সংগঠনটি ।

বিডিএইড নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে জনসাধারণের মাঝে সচেতনতা মূলক প্রচারণা ও মাক্স বিতরণ করা হয়েছে ।

dhakarkagoj.com

আজ ১১ এপ্রিল রবিবার ভুলতা,গাউছিয়া,তারাব পৌর
এলাকায় বিনামূল্যে এই মাক্স বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিডিএইড নারায়ণগঞ্জ জেলা শাখার অন্যতম সদস্য শাফায়েত জামিল, মোহাইমিনুল নাবিল, পারভেজ মোল্লা, মোঃ আল আমিন, সজীব মিয়া সহ সংগঠনের অন‌্যান‌্য নেতৃবৃন্দ।

Development by: webnewsdesign.com