বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ | 12 বার

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
সকালে দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়

ক্রীড়া পরিদপ্তর এর আয়োজনে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন ক্রীড়া পরিদপ্তর এর পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ শাহাদাত হোসেন।

দেশের ৮ টি বিভাগের ১৮০ জন বালক এবং বালিকা এই প্রতিযোগিতায় অংশ নেয়। দৌড়, ফুটবল, বৌচি, বল থ্রো, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টনসহ মোট ২৬ টি ইভেন্টে অংশ নেয় খেলোয়াড়েরা। এবারের আসরে দেশের বাছাইকৃত সেরা অটিস্টিক খেলোয়াড়রা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মেডেলসহ প্রাইজবন্ড দেয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়দের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়।

দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয় সকালে। ক্রীড়া পরিদপ্তর এর পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মহিউদ্দীন আহমেদ।

Development by: webnewsdesign.com