আজ রবিবার দুপুর ৩:০০ ঘটিকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভা কক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর নেতৃবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ.এইচ.এম.সফিকুজ্জামান ।
মতবিনিময় সভা অনুষ্ঠানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ।
পণ্যের দাম ও অন্যান্য বিষয়ে এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন পন্যের পাশাপাশি সেবা খাতেও বড় ধরনের অভিযান চালানোর জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি অভিযানে নামবো ।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি বাজারে বিক্রয়কৃত পন্যের মূল্য নির্ধারন করার কথা বলেন । পাইকারী বাজার থেকে মূল্য নির্ধারণ করে দিলে ভোক্তা লাভবান হতো বলে মনে করেন তিনি ।
এছাড়াও উপস্থিত ক্যাব এর অনেকেই বক্তব্য রাখেন ।
Development by: webnewsdesign.com