মানবপাচারকারী চক্রের ৬ সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | 122 বার

মানবপাচারকারী চক্রের ৬ সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

মানবপাচারকারী চক্রের ৬ সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধে এই রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে তারা হলেন মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল।

dhakarkagoj.com

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিসানুল হক আজ সোমবার (৩০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিআইডির অনুরোধে মানবপাচারকারী চক্রের ৬ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

জিসানুল হক বলেন, ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষকে বিভিন্ন দেশে অবৈধ পথে পাচার করেছেন ওই ছয় মানবপাচারকারী। যা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবং ইতোপূর্বে চক্রের বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তারের পর প্রকাশ করেছেন তারা।

Development by: webnewsdesign.com