মেজর জেনারেল কাজী গোলাম দস্তগীর মেমোরিয়াল ডুপ্লিকেট ব্রিজ চ্যাম্পিয়নশীপ-২২ অনুষ্ঠিত

রবিবার, ২১ আগস্ট ২০২২ | 70 বার

মেজর জেনারেল কাজী গোলাম দস্তগীর মেমোরিয়াল ডুপ্লিকেট ব্রিজ চ্যাম্পিয়নশীপ-২২ অনুষ্ঠিত

বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের তত্তাবধায়নে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া) ২০১৯ হতে মেজর জেনারেল কাজী গোলাম দস্তগীর মেমোরিয়াল ডুপ্লিকেট ব্রিজ চ্যাম্পিয়নশীপ আয়োজন করছে । এবছরও অতীতের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী মেজর জেনারেল কাজী গোলাম দস্তগীর মেমোরিয়াল ডুপ্লিকেট ব্রিজ চ্যাম্পিয়নশীপ-২০২২ । উক্ত টুর্নামেন্টটি আগামী ২৫,২৬ ও ২৭ আগস্ট ২০২২ তারিখে রাওয়া কমপ্লেক্সে (ওল্ড বিল্ডিং) অনুষ্ঠিত হবে ।

এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ১৪টি দল অংশগ্রহণ করবেন। খেলা প্রথম পর্যায়ে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সেমি-ফাইনাল পর্যায়ে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ২৭ আগস্ট ২০২২ তারিখে বিজয়ী প্রতিযোগীদের হাতে টুর্নামেন্ট ট্রফি ও পুরস্কার তুলে দিবেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাওয়া চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ,বীর প্রতীক, এনডিসি, সিজিএসসি, পিএসসি, এমবিএ, এমডিএস, পিডিএমসি ।

dhakarkagoj.com

Development by: webnewsdesign.com