মেসিকে ছোট করে রোনালদোর বোনের ইন্সটাগ্রামে বিতর্কিত ছবি পোস্ট

শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ | 207 বার

মেসিকে ছোট করে রোনালদোর বোনের ইন্সটাগ্রামে বিতর্কিত ছবি পোস্ট
মেসিকে ছোট করে রোনালদোর বোনের ইন্সটাগ্রামে একটি বিতর্কিত ছবি পোস্ট - সংগৃহীত ছবি

তাতে দেখা যাচ্ছে রোলাদো দুই পা ছড়িয়ে দুই হাত মেলে উল্লাস করছেন। তার সামনে হাঁটু গেঁড়ে বসে দুই হাত দুই দিকে ছড়িয়ে চোখ বন্ধ করে কী যেন ভাবছেন মেসি। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবিটি নিয়ে বাড়তে থাকে আলোচনা-সমালোচনা।

অ্যাভেইরো ছবিটির সঙ্গে নিজের ভাইকে স্তুতিতে ভরে দিয়ে একটি ক্যাপশনও জুড়ে দনে। তিনি লেখেন,  ‘আমার রাজা, সবার সেরা, আমার জীবনের অহংকার। ’

Development by: webnewsdesign.com