মেয়র ইকরামুল হক টিটুকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ জেলা নবীনলীগ কমিটির নেত্ববৃন্দ

মেয়র ইকরামুল হক টিটুকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ জেলা নবীনলীগ কমিটির নেত্ববৃন্দ
মেয়র ইকরামুল হক টিটুকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ জেলা নবীনলীগ কমিটির নেত্ববৃন্দ

“বাংলাদেশ আওয়ামী নবীনলীগ” ময়মনসিংহ জেলা শাখা ২৭১ সদস্য বিশিষ্ট নব-গঠিত কমিটির পক্ষ থেকে, (২৭ই ডিসেম্বর) শনিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ।

সভাপতি এইচ এম শিহাব ও সাধারণ সম্পাদক মোঃ শাফায়াত হোসাইন রিয়াদ এবং উক্ত নব-গঠিত জেলা কমিটির নেত্ববৃন্দ ।

এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল সজীব , রাজ, শিশির আহমেদ, রাজ রুমান, শেখ রিদয়,ই.এ আশিক, মোঃ শান্ত, শাহ আলম, আশিকুর রহমান ফকির, ইসমাঈল মাহমুূদ, সবুজ মিয়া, আলমগীর মন্ডল, মাহাবুব আলম রিপন, জয় সরকার মিঠুন, মোঃ অনিক আহমেদ, মোঃ রাজিব, মোঃ ইমরান শেখ, আশিক মাহমুদ, মওদুদ আহমেদ, রিফাত আহমেদ বাবু, সুপ্তি জামান বাবু, রবিন, তন্নয়ন আহমেদ নয়ন, সুমন আহমেদ প্রমুখ ।

Development by: webnewsdesign.com