ম্যারাডোনা যা বলেছিলেন মৃত্যুর আগে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | 220 বার

ম্যারাডোনা যা বলেছিলেন মৃত্যুর আগে
ম্যারাডোনা যা বলেছিলেন মৃত্যুর আগে

গোটা বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

গতকাল বুধবার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই মহা-তারকা। কদিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন। নিজ বাড়িতে বুধবার স্থানীয় সময় বিকেলে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় ম্যারাডোনার। এ সময় তীব্র যন্ত্রনার কারণে পাশে উপস্থিত থাকা এক প্রতিবেশিকে শেষবারের মত শুধু বলতে পেরেছিলেন, ‘আমি খুব অসুস্থ অনুভব করছি।’ এটাই ছিল ম্যারাডোনার মুখ থেকে বের হওয়া জীবনের শেষ কথা।

এরপর হাসাপাতালে নেয়ারও সুযোগ মিললো না। মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৯৮৬ বিশ্বকাপ বিজয়ী এই কিংবদন্তি । ম্যারাডোনা যাত্রা করলেন অনন্তকালের পথে।

Development by: webnewsdesign.com