ময়মনসিংহের তারাকান্দায় ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দায় ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার
ময়মনসিংহের তারাকান্দায় ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ ।

তারাকান্দা থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের দিক নির্দেশনায় এস.আই পলাশ, এ.এস.আই রুবেল, মিলন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ক্রয় বিক্রয়ের সময়, উপজেলার দয়ারামপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী কে ময়মনসিংহ সদর উপজেলাধীন বয়রা শেষ মোড় এলাকার মৃত আছর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৫৫) কে গ্রেফতার করে ।

dhakarkagoj.com

তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি বাবুল মিয়ার হেফাজত থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে । এ ব্যপারে পুলিশ বাদী হয়ে থানায় মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে । আজ বুধবার গ্রেফতারকৃত বাবুল মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

Development by: webnewsdesign.com