যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামের সাতকানিয়া বাইকার্স ব্রাদারহুড’র বিজয় দিবস পালিত

বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ | 222 বার

যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামের সাতকানিয়া বাইকার্স ব্রাদারহুড’র বিজয় দিবস পালিত
১৬ ডিসেম্বর যথাযথ মর্যাদায় সাতকানিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাতকানিয়া বাইকার্স ব্রাদারহুড এর সদস‌্যরা

সাতকানিয়া বাইকার্স ব্রাদারহুড এর উদ্যোগে প্রতিবারের মতো এবারও ১৬ ডিসেম্বর যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর, বাংলাদেশের মৃত্যুঞ্জয়ী একটি দিন। পাকিস্তানী হানাদার বাহিনীর কাছে থেকে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে নিয়েছিল আমাদের শ্রেষ্ঠ সন্তানরা। তাই, এই রক্তে কেনা বিজয়ের মূল্য বাংলাদেশীদের কাছে অসীম।

dhakarkagoj.com

প্রতিবছর ১৬ ডিসেম্বর যথাযথ মর্যাদায় সাতকানিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পকতবন অর্পন করে দিনটি শুরু করে সাতকানিয়া বাইকার্স ব্রাদারহুড এর একদল তরুণ যুবক। যাদের ভাল কাজের মাধ্যমেই দিন শুরু এবং শেষ হয়।

সাতকানিয়া বাইকার্স ব্রাদারহুড মানবতার সেবায় নিয়োজিত। তারা মানুষকে বিনামূল্যে রক্ত দান করে থাকে। দুস্থ অসহায় মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে যায় সেবা করার মানসিকতা নিয়ে।

জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকানিউজএক্সপ্রেস ডট কমের এক প্রশ্নের জবাবে সাতকানিয়া বাইকার্স ব্রাদারহুড এর এডমিন মোঃ সজি ফুল আজম শিপু বলেন, আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, আর আমরা এখন রক্তদান করে মানবতার সেবায় নিয়োজিত আছি থাকবো ইনশাল্লাহ।
এর সাথে আমরা বাইকারদের বাইক রাইডিং সময় হেলমেট পড়ার জন্য নানা ধরনের সচেতন মূলক ক্যাম্পিং এর মাধ্যমে হেলমেট পড়তে আগ্রহী করে তুলেছি।

তিনি আরো বলেন, মূল কথা হচ্ছে কিছু জিনিসের মূল্য হয়না ঠিক তেমন বিজয়টা ও আমাদের কাছে অমূল্য যত যায় কিছু করি না কেন আমাদের পূর্বপুরুষদের ঋণ পরিশোধ করার মতো নয়, তাই অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানাই আমাদের সেসকল পূর্বপুরুষদের যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা আজ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। আল্লাহ তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুক।

Development by: webnewsdesign.com