যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছরের জেল-আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | 102 বার

যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছরের জেল-আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়
যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছরের জেল-আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে যাবজ্জীবন সাজার ব্যাপারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। রায়ে বলা হয়েছে, আমৃত্যু কারাদণ্ড ও নাকি ৩০ বছর জেল, তা নির্ভর করবে বিচারকের উপর। যমুনা ও ডিবিসি টিভি এর আগে ২০১৭ সালে সাভারের একজন ব্যবসায়ী জামান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আপিল বিভাগ বলেছিলো যাবজ্জীবন মানে ত্রিশ বছর নয়, আমৃত্যু কারাবাস।

পরে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে আইনজীবীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলে এ বিষয়ক একটি রিভিউ আবেদন হয় এবং ওই আবেদনের চূড়ান্ত রায়ে আপিল বিভাগ আজ বলেছে যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছরের কারাদণ্ড।

dhakarkagoj.com

যাবজ্জীবন মানে ৩০ বছর কারাদণ্ড। তবে আদালত, ট্রাইব্যুনাল চাইলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারবেন। সে ক্ষেত্রে ৩০ বছরের বিধান প্রযোজ্য হবে না।
আসামিপক্ষের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের বিপরীতে রায় ঘোষণায় আপিল বিভাগের রায়টি বহাল রাখা হয়েছে।

Development by: webnewsdesign.com