রহমতগঞ্জকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে আবাহনী। রবিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আবাহনী ২-১ গোলে জয়লাভ করে।
ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে রাকিবের পাস থেকে গোল করে আবাহনীকে এগিয়ে দিয়েছিলেন কোস্টারিকান তারকা ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেস। ৬৪তম মিনিটে নুরুল নাইম ফয়সালের শট রহমতগঞ্জের গোলরক্ষক রকিবুল হাসান তুষার ফিস্ট করলে বল পেয়ে যান রাকিব। কোনো ভুল করেননি তিনি, ঠান্ডামাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাকিব।
ম্যাচের ৭০তম মিনিটে একটি গোল করে ব্যবধান কমান রহমতগঞ্জের ঘাইনাইয়ান ফরোয়ার্ড ফিলিপ। তবে আপ্রাণ চেষ্টা করেও ম্যাচে সমতা আনতে পারেনি রহমতগঞ্জ। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
Development by: webnewsdesign.com