রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ও জরুরী আইন-শৃঙ্খলা রক্ষায় আনতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায় কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে অবস্থিত বিজিবি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
উৎসুক জনতা যেন ভিড় করে ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কাজে ব্যঘাত সৃষ্টি করতে না পারে সে জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিএমপি।
জরুরী আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিভিন্ন মালামাল উদ্ধারে সহায়তা করছে ডিএমপি। এছাড়াও আশপাশ এলাকার যানজট নিয়ন্ত্রণে কাজ করছে ডিএমপির ট্রাফিক পুলিশ।
Development by: webnewsdesign.com