ব্রেকিং

x

“রাজবন্দীর মুক্তি দাও” শীর্ষক প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২ | 105 বার

“রাজবন্দীর মুক্তি দাও” শীর্ষক প্রতিবাদ সভা অনুষ্ঠিত
"রাজবন্দীর মুক্তি দাও" শীর্ষক প্রতিবাদ সভা অনুষ্ঠিত

এন ডি পি কর্তৃক রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, সাংবাদিক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে “রাজবন্দীর মুক্তি দাও” শীর্ষক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আজ ২রা ফেব্রুয়ারি ২০২২ বুধবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এন ডি পি) কর্তৃক রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, সাংবাদিক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে “রাজবন্দীর মুক্তি দাও” শীর্ষক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
এন ডি পি সভাপতি কে এম আবু তাহেরের সভাপতিত্বেপ্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম । অতিথি হিসাবে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ড.জাফর উল্লাহ চৌধুরী,গণস্বাস্থ্য, মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম – প্রেসিডেন্ট কল্যাণ পার্টি, অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, প্রেসিডেন্ট, ন্যাশনাল পিপলস পার্টি, নুরুল হক নুর, সদস্য সচিব, গণ অধিকার পরিষদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব:)কমোহাম্মদ হাসান নাসির, প্রেসিডিয়াম মেম্বার, বাংলাদেশ কল্যাণ পার্টি, মোস্তফা জামাল হায়দার, প্রেসিডেন্ট, জাতীয় পার্টি (কাজী জাফর), শাহ নেয়াজ খান, মহাসচিব, ন্যাশনাল ডেমোক্রেটিকবপার্টি (এন ডি পি) ও আবদুল্লাহবআল হারুন (সোহেল), প্রেসিডিয়াম মেম্বার, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এন ডি পি)।

dhakarkagoj.com

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বর্তমান স্বৈরাচারী,অগণতান্ত্রি, অবৈধ সরকারকে পদচ্যুত করি নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার গঠনে দল মত নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে আন্দোলনে জাপিয়ে পরার আহ্বান জানান।

বক্তারা বেগম খালেদা জিয়াসহ মিথ্যা ও গায়েবী মামলায়বন্ধী সকল রাজবন্দী, ওলামা মাশায়েখ ও সাংবাদিকদের
মুক্তি চান।

আমেরিকার Sanction পাওয়ায় এবং এই তথ্য আগে থেকে না জানায় পররাষ্ট্র মন্ত্রী,প্রতি মন্ত্রী ও আমেরিকায় বাংলাদেশের রাষ্ট দূতের পদত্যাগ দাবি করেন।
ড.জাফর উল্লাহ চৌধুরী ও নুরুল হক নুর সবাইকে একত্রিত হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান কারণ এখন আর আন্দোলনের বিকল্প নাই।

মেজর জেনারেল ইব্রাহিম প্রয়োজনে ও আন্দোলনের
স্বার্থে জামাতে ইসলামীকেও অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দেন।

নুরুল হক নুর আর দেরি না করে তাড়াতাড়ি রাস্তায়
নামার ও আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

কে এম আবু তাহের অনতিবিলম্বে বেগম জিয়াকে মুক্ত দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।

আবদুল্লাহ আল হারুন (সোহেল) আওয়ামীলীগের দুর্নীতিজনসাধারণের সামনে তুলে ধরতে তাগিদ দেন যাতে মানুষ দেশের সার্বিক অবস্থা বুঝতে পারেন।

Development by: webnewsdesign.com