শূন্য থেকে শুরু করে শাহরুখের সবকিছু জয়ের ৩১ বছর !

মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ | 33 বার

শূন্য থেকে শুরু করে শাহরুখের সবকিছু জয়ের ৩১ বছর !
শূন্য থেকে শুরু করে শাহরুখের সবকিছু জয়ের ৩১ বছর !

কম বয়সেই বাবা,মাকে হারানো শাহরুখ যখন কাজের সন্ধানে মুম্বাইয়ে এসে ব্যর্থ হয়ে মুম্বাইয়ের সমুদ্রের তীরে দাড়িয়ে বলেছিলো,“এই শহর আমার সব কেঁড়ে নিয়েছে,আমি একদিন এই শহরে রাজ করব ।” কে জানতো একদিন সে সত্যিই রাজ করবে ! স্বয়ং শাহরুখ খানও হয়তো ভাবেননি সে রাজা হবে । তিনি কেবল কঠোর পরিশ্রম করে গিয়েছিলেন । আর উপরওয়ালা তাকে তার পরিশ্রমের পুরুষ্কার যথাযথ ভাবেই দিয়েছেন । তার নামের পাশে জুড়ে দিয়েছেন কিং টাইটেল । আর দিয়েছেন তাকে ভালোবাসার মতো অগণিত ভক্ত ! যাদের সে চিনেও না কিন্তু তারা তাকে বিনা শর্তে ভালোবাসে ।

ফিল্ম জগতে শাহরুখ খানের যাত্রা শুরু হয় ১৯৯২ সালের ২৫ শে জুন দিওয়ানা সিনেমার মাধ্যমে । সিনেমায় হাফ টাইমের পর স্ক্রিনে দেখা যায় শাহরুখ খানকে । সিনেমায় তার স্ক্রিনটাইম বেশি না হলেও দর্শকদের মনে সেদিনই তিনি গেঁথে গিয়েছিলেন পাকাপোক্ত ভাবেই । এরপর একের পর এক চরিত্রে অভিনয় করে বারবার দর্শকদের মন জয় করতে থাকেন। আজ ৩১ বছর যাবৎ তিনি তাই করে চলেছেন। প্রায় ৪ প্রজম্মকে তিনি তার কাজের মাধ্যমে উৎসাহিত করেছেন। বলিউডে যেখানে আউটসাইডাররা খুব একটা টিকে থাকতে পারে না, আর টিকতে পারলেও খুব বড় নাম কামাতে পারে না। সেখানে শাহরুখ খান আউটসাইডার হয়েও বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার হয়েছেন। পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে বলিউড মানেই শাহরুখ খান। এই সবকিছুই সম্ভব হয়েছে শাহরুখ খানের কঠোর পরিশ্রম আর হার না মানা জেদি মানসিকতার জন্য।

আর তার ব্যক্তিগত অর্জন নিয়ে আর কতবার লেখা যায় ? কতবার লিখবো ! ৩১ বছরের ক্যারিয়ারে জয় করার মতো কিছুই বাকি রাখেননি তিনি। ভক্তদের মন থেকে শুরু করে বুর্জ খলিফার উঁচু ইমারত সবকিছুই তিনি জয় করে নিয়েছেন।

সিনেমার রেকর্ড, বক্স অফিসের রেকর্ড এগুলো একদিন ভেঙে যাবেই।একদিন কেউ হয়তো শাহরুখ খানের সর্বোচ্চ ফিল্মফেয়ারের রেকর্ডটাও ভাঙবে। আজ থেকে ৩০ বছর পরে হয়তো বলিউড অন্য কেউ শাসন করবে কিন্তু সেটা শাহরুখ খানের মতো হবে না। শাহরুখ খানকে পর্দায় দেখলে দর্শকরা বিনা কারণেই যে ভালোবাসা অনুভব করে এই ভালোবাসা অর্জন ভবিষ্যতে অন্য কারো দ্বারা হবে কিনা সন্দেহ।
মান্নাতের সামনে শাহরুখ খানকে দেখার জন্য যে ভিড় হয় এই ভিড় হয়তো অন্য কারো জন্য দেখা যাবে না। শাহরুখ খান যতটা তার ভক্তদের ভালোবাসেন এতটা হয়তো ভালোবাসায় সিক্ত করাতে পারবেনা কেউ! মৃত্যুর আগে একবার শাহরুখ খানকে দেখার আকুতি – এরকম পাগলাটে ভক্তও হয়তো আর দেখা যাবে না।

শাহরুখ খানের প্রতি আমার অনুভূতি আমি কখনো ব্যাখ্যা করতে পারবো না। শুধু আমি না, আমার মতো অনেকেই আছে যারা শাহরুখ খানের প্রতি তাদের ভালোবাসা ব্যাখ্যা করতে পারবে না। অভিনেতা শাহরুখ হোক বা ব্যক্তি শাহরুখ দুজনই খুব চমৎকার। দুজনকেই ভীষণ ভালোবাসি।

Development by: webnewsdesign.com