প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা মোসা. রাজিয়া খাতুন (৮৬) আর নেই। আজ সোমবার রাত ৮টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজিয়া দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা রোগ ভুগছিলেন। তার মৃত্যুর সংবাদে বাগেরহাট জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার ৫ ছেলের মধ্যে জ্যেষ্ঠ পুত্র শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি। আরেক পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। এমপি শেখ হেলালের ছেলে শেখ শারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের আসনের এমপি।
Development by: webnewsdesign.com