বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব পদে যোগ দিয়েছেন কে এম আব্দুস সালাম, যিনি আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
বুধবার তিনি নতুন দায়িত্বে যোগ দেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১৯ জুলাই আব্দুস সালামকে সংসদ সচিবের দায়িত্ব দিয়ে আদেশ জারি করে সরকার। এ পদে দায়িত্ব পালন করে আসা জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ২৪ জুলাই শেষ হয়।
১৯৮৯ সালে প্রশাসন ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেওয়া আব্দুস সালাম এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন দপ্তরে কাজ করেছেন।
Development by: webnewsdesign.com