পবিত্র মাহে রমজান মাসে সিয়াম সাধনার পর উদযাপন হয় ঈদ-উল-ফিতর।
ঈদ-উল-ফিতরের আনন্দ সবার সাথে ভাগকরে নিতে আজ সঞ্চয় সমৃদ্ধি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে ও বিলকিস আম্বিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরন করা হয় উক্ত সমিতির সদস্য/সদস্যাদের মাঝে এবং এলাকার নিম্নবিত্ত আয়ের মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয় ।
সারা বিশ্বের মত বাংলাদেশেও যখন করোনার প্রাদুর্ভাব বেড়ে চলেছে, সরকার তখন সারা দেশে লকডাউন দিয়ে করোনার হাত থেকে আক্রান্ত কমাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করেছেন।
এতে করে নিম্নবিত্ত আয়ের মানুষ গুলোকে পরতে হয় চরম ভোগান্তীতে। গত বছরের মতো এবারও অসহায় মানুষের পাশে আমি দাড়িয়েছি আমার সাধ্য অনুযায়ী। আমার পাশে এবার ছিলেন সঞ্চয় সমৃদ্ধি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ও বিলকিস আম্বিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সঞ্চয় সমৃদ্ধি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি-মাসুদ রানা হানিফ, সহ-সভাপতি-নাসরিন মাসুদ, সাধারন সম্পাদক-মোঃতারেক হোসেন সহ সমিতির অন্যান্য সদস্য/সদস্যারা।
এছাড়াও বিলকিস আম্বিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচাকল মোহাম্মদ হানিফ, উপদেষ্টা হাজী আব্দুল মান্নান, সদস্য সালমা আহমেদ,সদস্য নাসরিন মাসুদ, সদস্য আল আমিন সায়েম সহ আরো অনেকেই।
সঞ্চয় সমৃদ্ধি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি বলেন ব্যবসায়িক ভাবে নয় সারা জীবন সামর্থ অনুযায়ী আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সহযোগীতা আমাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে।
Development by: webnewsdesign.com