সেন্সর বোর্ডের চাপে নাম পাল্টাল ‘Sexy Durga’

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ | 289 বার

সেন্সর বোর্ডের চাপে নাম পাল্টাল ‘Sexy Durga’
সেন্সর বোর্ডের চাপে নাম পাল্টাল ‘Sexy Durga’

ফের সেন্সরের কোপে আরও একটি ছবি। ছবির নামের সামনে থেকে উড়িয়ে দিতে হল ‘সেক্সি’ শব্দটি। ২১টি ‘বিপ’ দিয়ে মুক্তি পাবে ছবিটি। ‘Sexy Durga’ নাম পাল্টে ওই মালয়ালম ছবির নামকরণ করা হয়েছে ‘S Durga’. এই নামেই মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে মুক্তি পাবে সনল কুমার শশীধরণ পরিচালিত এই ছবি।

সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পরিচালক। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘মানুষের কল্পনায় তো আর সেন্সর বসানো যাবে না!’ তিনি আরও বলেন, ‘এক গোঁড়া মানসিকতার পরিচয় দেওয়া হচ্ছে। ‘

গত মাসেই খবরে আসে এই ছবি। কারণ মুম্বইয়ের Jio MAMI ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি মুক্তি দিতে বাধা দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘এই নাম ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে, ফলে এতে আইন-শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। ‘ কিন্তু পরিচালক এই ছবির মুক্তির জন্য লড়াই করে যান। নভেম্বর কিংবা ডিসেম্বরে এই ছবি মুক্তি পাওয়ার কথা। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে শশীধরন জানান, ”Sexy Durga ছবিটি ‘S Durga’ হিসেবে মুক্তি পাবে। S – অক্ষরটির অর্থ আপনারা কল্পনা করে নিন। তবে ভক্তরা দয়া করে S মানে Sexy ভাববেন না, তাতে কিন্তু মা দুর্গা অভিশাপ দিতে পারেন। ”

ছবিতে রয়েছেন, দক্ষিণের অভিনেতা রাজর্ষি দেশপান্ডে ও কান্নান নায়ার। পিতৃতান্ত্রিক সমাজে নারীদের উপর অত্যাচার নিয়েই তৈরি এই কাহিনী। ২৩ বছর পর প্রথম ভারতীয় ছবি হিসেবে Tiger Award পেয়েছে।

পরিচালক শশীধরন সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত ক্ষুব্ধ হয়ে ভারতকে ‘ইরান’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা যৌনতা নিয়ে আলোচনা করতে লজ্জা পাই। অথচ মনের অন্ধকার কোনে অনায়াসে জায়গা দিই যৌনতাকে। সেইজন্যই হয় ধর্ষণ। এটাই ভারতীয় মানসিকতা। ‘

Development by: webnewsdesign.com