ব্রেকিং

x

আজ লকডাউন উঠে যাচ্ছে কক্সবাজারের

বুধবার, ০১ জুলাই ২০২০ | 263 বার

আজ লকডাউন উঠে যাচ্ছে কক্সবাজারের
কক্সবাজার সমুদ্র সৈকত - ফাইল ছবি

কক্সবাজার শহরে লকডাউন শিথিল হচ্ছে। টানা ২৫ দিন পর বুধবার (১ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে শহরে স্বাভাবিকভাবে চলবে সবধরনের কার্যক্রম। তবে সিভিল সার্জনের পক্ষ থেকে পৌরসভার অতি ঝুঁকিপূর্ণ ও করোনাপ্রবণ এলাকায় কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এর আগে করোনা সংক্রমণের কারণে গত ৫ জুন কক্সবাজার শহরকে দেশের প্রথম রেড জোন ঘোষণা করে পরদিন ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত পক্ষকালের লকডাউন ঘোষণা হয়।

পরে এ লকডাউনের সময়সীমা আরও দশদিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, মানুষের স্বাস্থ্য ও জীবন-জীবিকার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিভিল সার্জনের পক্ষ থেকে এ সংক্রান্ত স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে। লকডাউন শিথিল করা হলেও এ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যাতে করোনার বিস্তার না ঘটে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৮ মার্চ থেকেই কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশপাশি সমুদ্র সৈকতেও মানুষের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Development by: webnewsdesign.com