ব্রেকিং

x

আয়-রোজগার হারিয়ে দিশেহারা মানুষ,অনেকেই ছাড়ছে ঢাকা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ | 248 বার

আয়-রোজগার হারিয়ে দিশেহারা মানুষ,অনেকেই ছাড়ছে ঢাকা
বাসা ছাড়ছেন অনেকেই । ছবি : সংগ্রহ

ঢাকাতেই জন্ম! পরিবার নিয়ে বেড়ে উঠা সবই ঢাকায়, কিন্তু চির চেনা এই শহরের পরিচিতি ছেড়ে এখন গ্রামে পাড়ি দিতে হচ্ছে । পরিবারের সাথে হাত ধরে এখন গ্রামেই পাড়ি জমিয়েছেন অনেকে ।

পেশায় বাসের হেলপার আয় রোজগার বন্ধ হয়ে যায় সাধারণ ছুটি ঘোষণার পর । বাড়ি ভাড়া দিতে না পেরে শেষমেষ সুদে ধার করে টাকা এনে ভাড়া পরিশোধ করেন । কিন্তু বাসের চাকা না ঘুরলেও ঘড়ির কাটার মতই ঘুরতে ঘুরতে বেড়েছে সুদের পরিমান । ধারের বোঝা বাড়ার আগেই ছেড়ে যান এই শহর ।

ডাব, সবজি এসব বিক্রি করে এই শহরের বুকেই প্রায় একযুগ পার করেছে । যতটুকু আয় তা দিয়ে ভালই চলে যাচ্ছিল পরিবার নিয়ে তার ছোট্ট সংসার । গেল তিনমাস ধরে উপার্জন বন্ধ থাকায় পরিবার গ্রামে পাঠিয়ে দিয়েছেন। এখন চিন্তা করছে নিজেও ঢাকা ছাড়বেন। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা ছাড়ছেন এরকম বহু মানুষ ।ডাব, সবজি এসব বিক্রি করে

Development by: webnewsdesign.com