ব্রেকিং

x

কোটা আন্দেলনকারীদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

শুক্রবার, ১৩ জুলাই ২০১৮ | 11712 বার

কোটা আন্দেলনকারীদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

কোটা সংস্কারের জন্য আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধের দবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা জজ আদালত চত্বরে গণতান্ত্রিক আইনজীবি সমিতির ব্যানারে এ কর্মসূচি পলিত হয়।

গণতান্ত্রিক আইনজীবি সমিতির সভাপতি সৈয়দ মো. জামালের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা গণতান্ত্রিক আইনজীবি সমিতির সদস্য অ্যাড. নাসির মিয়া ও অ্যড. অসীম কুমার বর্ধন প্রমুখ।

এ সময় বক্তারা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। এ আন্দোলনে ছাত্রলীগের হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। এ হামলা-নির্যাতন বন্ধ করে অবিলম্বে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করার দাবি জানান বক্তারা।

Development by: webnewsdesign.com